আল্লাহ আজ্জা ওয়া জ্বাল বলেছেন – وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ – “আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে তোমরাই জয়ী হবে।” (৩:১৩৯)
নিজেদের দুর্বল মনে করো না, শক্তিহীন মনে করো না। আরবি ‘ওহান’ দ্বারা বুঝায় – অবস্থার পরিবর্তন হবে না এমন মনে করা। অন্য কথায় – আপনি যাই করেন না কেন পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না, অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। অথবা আপনার সর্বোচ্চ প্রচেষ্টাও ব্যর্থ হলো। এখন আপনার মনে হচ্ছে যে পরিস্থিতি পরিবর্তন করার সামর্থ্য আপনার নেই।
যখন মনের অবস্থা এমন হয় যে আমি এতো সব চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হলাম, সফল হতে পারলাম না, তখন দুঃখ এসে আপনাকে ঘিরে ধরে; এই ব্যর্থতা আপনাকে ‘হুজন’ এর দিকে ধাবিত করে। আর তাই এর পরের অংশে আল্লাহ বলেন -وَلَا تَحْزَنُوا ” এবং দুঃখ করো না”।
তিনি আসলে মূল কারণটা নির্ণয় করলেন। কোনো এক ব্যর্থতা, কোনো এক হতাশা আপনাকে একেবারে অক্ষম করে দিলো, মন ভেঙে দিলো, আপনি যে আরো ভালো করতে পারেন এই আত্মবিশ্বাস পুরোপুরি কেড়ে নিয়ে গেলো। সুবহানাল্লাহ! আর তিনি এটা করলেন ওহুদ যদ্ধের সময়। ওহুদ যুদ্ধের সময় মুসলমানরা বড় ধরণের ক্ষতির সম্মুখীন হয়, (আর এই ক্ষতির ফলে দুঃখ এসে তাদের ঘিরে ধরে) কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জ্বাল সেই ক্ষতিকে একটি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তুলে ধরেন। ঠিক এর পরের আয়াতে তিনি বলেন – إِن يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهُ – “তোমরা যদি আহত হয়ে থাক, তবে তারাও তো তেমনি আহত হয়েছে।” وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ – “আর এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি।”
কখনো তোমাদের সহজ সময় আসবে আবার কখনো কঠিন সময় আসবে। এই ক্ষতি দ্বারা নিজের মন-মানসকে আচ্ছন্ন করে ফেলো না এবং নিজেকে কষ্ট দিও না। ‘হুজন’ বলতে এমন এক অবস্থাকে বুঝায় যেখানে ব্যক্তি তার নিজেকে আঘাত করতে থাকে। একে তো পরিস্থিতি আপনাকে কষ্ট দিয়েছে তার উপর এখন আপনি নিজেকে কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলছেন নিজেকে এমন পরিস্থিতিতে ফেলো না। وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ – “আর তোমরাই বিজয়ী যদি মুমিন হয়ে থাক।”
অন্য কথায় – এই ধরণের পরিস্থিতি একবার আসে আবার চলে যায়। কিন্তু আল্লাহ সব সময় আছেন, আপনি কখনই আল্লাহকে হারাননি। এই একটা সম্পদ, যদি আপনি এটা হারান তাহলে সব কিছু হারিয়েছেন। আর যখন আপনার এটা থাকবে অন্য কিছুর আর কোনো গুরুত্ব নেই; কোনো ক্ষতিই বড় ক্ষতি নয়। আপনার যখন আল্লাহর সন্তুষ্টি থাকবে আপনাকে কখনোই, কোনো পরিস্থিতিতেই হতাশ হতে হবে না। وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا – ‘নিরাশ হয়ো না এবং দুঃখ করো না।’ অত্যন্ত অত্যন্ত সুন্দর।
আল্লাহ আমাদের এমন মানুষে পরিণত করুন কোনো দুঃখ কষ্টই যাদের আচ্ছন্ন করে ফেলে না। আর আল্লাহ আমাদের এমন মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করুন দুঃখ-কষ্ট যাদের ভালো গুণগুলোকে ঢেকে দেয় না।